ওয়েব ডেভেলপমেন্ট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পিএইচপি কেন শিখবেন?

প্রশ্নঃ  পিএইচপি কেন শিখবেন? উত্তরঃ   পিএইচপি ডায়নামিক পিএস কন্টেন্ট তৈরি করতে পারে। পিএইচপি সার্ভারে ফাইল তৈরি করতে পারে, পড়তে পারে, লিখতে পারে ,ডিলিট করতে পারে এবং ফাইল ওপেন ও ক্লোজ করতে পারে। পিএইচপি ফর্ম ডাটা সংরক্ষণ করতে প…

পিএইচপি ফাইল কি?

প্রশ্নঃ  পিএইচপি ফাইল কি? উত্তরঃ   একটি পিএইচপি ফাইলে টেক্সট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি কোড থাকতে পারে। পিএইচপি কোড সার্ভারে সম্পাদিত হয় এবং এর ফলাফল ব্রাউজারে এইচটিএমএল ফরমেটে প্রদর্শিত হয়। পিএইচপি ফাইলকে.php এ…

পিএইচপি কি?

প্রশ্নঃ  পিএইচপি কি? উত্তরঃ   পিএইচপি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যংগুয়েজ যেটা মূলত ওয়েব ডেভলপমেন্ট এর জন্য ব্যবহৃত হয়। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্দেশ্য হল ওয়েব পেজ তৈরি করা ডিনামিক্যালি। অন্যভাবে বলা যায়, পিএইচপি এক…

সার্ভার সাইড স্ক্রিপ্টিং কি?

প্রশ্নঃ  সার্ভার সাইড স্ক্রিপ্টিং কি? উত্তরঃ   আসলে স্ক্রিপটিং হচ্ছে প্রোগ্রামের আরেকটা সমার্থক শব্দ। এটা কিছু ইন্সট্রাকশন এর সেট, যেটা রান করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু কাজ হয়। সার্ভার সাইড বলতে বোঝানো হচ্ছে এই স্ক্রিপ্ট এগুলোকে ই…

বুটস্ট্রাপ ক্যারোসেল প্লাগ-ইন কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ ক্যারোসেল প্লাগ-ইন কী? উত্তরঃ   ক্যারোসেল প্লাগ-ইন হলো এলিমেন্টের মধ্যে চক্রাকারে ঘুরার জন্য একটি কম্পোনেট। যেমন- একটি ক্যারোসেল (স্লাইডসো)।

বুটস্ট্রাপ মোডাল প্লাগ-ইন কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ মোডাল প্লাগ-ইন কী? উত্তরঃ   মোডাল প্লাগ-ইন হলো ডায়ালগ বক্স/পপ-আপ উইন্ডো, যা বর্তমানে পেজের উপরে প্রদর্শিত হয়।

বুটস্ট্রাপ টুলটিপ প্লাগ-ইন কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ টুলটিপ প্লাগ-ইন কী? উত্তরঃ   টুলটিপ প্লাগ-ইন হলো ছোট পপ-আপ বক্স। যখন উইজার কোনো এলিমেন্টের উপর মাউস পয়েন্টার নিয়ে আসে তখন এটি প্রদর্শিত হয়।

বুটস্ট্রাপ স্ক্রলস্পাই প্লাগ-ইন কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ স্ক্রলস্পাই প্লাগ-ইন কী? উত্তরঃ   স্ক্রলস্পাই প্লাগ-ইন স্ক্রল পজিশনের উপর ভিত্তি করে ন্যাভিগেশন লিস্টে স্বয়ংক্রিয়ভাবে আপডেট পাঠানোর জন্য ব্যবহার করা হয়।

বুটস্ট্রাপ কলান্স কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ কলান্স কী? উত্তরঃ   বড় কোনো কন্টেন্টকে লুকিয়ে রেখে টোগল করে দেখানোর জন্য “কলান্স” ব্যবহার করা হয়।

বুটস্ট্রাপ প্যানেল কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ প্যানেল কী? উত্তরঃ   বুটস্ট্রাপ প্যানেল হচ্ছে একটি বর্ডার বক্স, যেখানে কনটেন্ট এর পারপাশ কিছু প্যাডিং থাকে। প্যানেল তৈরি করার জন্য .pannel ক্লাস ব্যবহার করা হয়। এবং প্যানেলের কন্টেন্ট .pannel-boy ক্লাস এর মধ্য…

বুটস্ট্রাপ অ্যালার্ট কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ অ্যালার্ট কী? উত্তরঃ   বুটস্ট্রাপের মাধ্যমে খুব সহজে সতর্কবার্তা তৈরি করা যায়। বুটস্ট্রাপ অ্যালার্ট তৈরি করার জন্য .alert ক্লাস এবং সাথে নিচের ক্লাসগুলোর যে-কোনো একটি ব্যবহার করা হয়। যেমন- .alert-success; .ale…

বুটস্ট্রাপ .well কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ .well কী? উত্তরঃ   বুটস্ট্রাপ .well ক্লাস একটি এলিমেন্টে ধুসর কালারের ব্যাকগ্রাউন্ড কিছু প্যাডিং এবং একটি বর্ডার যুক্ত করে।

বুটস্ট্রাপ জামবোট্রন কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ জামবোট্রন কী? উত্তরঃ   জামবোট্রন বলতে একটি বড় বক্স কে বুঝায় যা কোনো গুরুত্বপূর্ণ কনটেন্ট বা তথ্যকে বিশেষভাবে আকর্ষণীয় করে প্রদর্শন করে। জামবোট্রন হচ্ছে ধূসর রঙ্গের একটি বক্স, যার কোণাগুলো বাউন্ড হয় এবং এর ভ…

বুটস্ট্রাপ কে ডেভেলপ করেন?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ কে ডেভেলপ করেন? উত্তরঃ   বুটস্ট্রাপ মার্ক অট্টো ও জ্যাকব থর্টন দ্বারা টুইটারে ডেভেলপ হয় এবং ২০১১ সালে গিটহাবে ওপেন সোর্স প্রোডাক্ট হিসেবে মুক্তি পায়। ২০১৪ সালের জুন মাসে বুটস্ট্রাপ গিটহাবে ১ নম্বর প্রোজেক্ট হি…

বুটস্ট্রাপ গ্রিড সিস্টেম কয়টি ও কী কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ গ্রিড সিস্টেম কয়টি ও কী কী? উত্তরঃ   বুটস্ট্রাপ গ্রিড সিস্টেমে ৪ টি ক্লাশ রয়েছেঃ Xs (মোবাইলে জন্য) Sm ( ট্যাবলেটের জন্য) Md (ল্যাপটপের জন্য) Lg (বড় ডেস্কটপের জন্য) অধিক ডায়নামিক এবং ফ্লেক্সিবল লে-আউট তৈরি করার…

বুটস্ট্রাপ কেন ব্যবহার করবেন? বুটস্ট্রাপ এর সুবিধা কী?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ কেন ব্যবহার করবেন? বুটস্ট্রাপ এর সুবিধা কী? উত্তরঃ   সহজ ব্যবহারঃ যে কেউ এইচটিএমএল এবং সিএসএস জানলে বুটস্ট্রাপ ব্যবহার শুরু করতে পারবেন। রেস্পন্সিভ ফিচারঃ বুটস্ট্রাপের রেস্পন্সিভ সিএসএস ফোন,ট্যাবলেট এবং ডেস্ক…

রেসপনসিভ ওয়েব ডিজাইন কি?

প্রশ্নঃ  রেসপনসিভ ওয়েব ডিজাইন কি? উত্তরঃ   রেসপনসিভ ওয়েব ডিজাইন হচ্চে ওয়েব ডিজাইনের জন্য এমন একটি ডিজাইন, যে সকল ডিভাইস যেমন ছোট ফোন থেকে বড় ডেক্সটপ সবকিছুতেই সহজেই এডজাস্ট করে নিতে পারে।

বুটস্ট্রাপ বলতে কি বুঝায়?

প্রশ্নঃ  বুটস্ট্রাপ বলতে কি বুঝায়? উত্তরঃ   রেস্পন্সিভ এবং মোবাইল ফার্স্ট ওয়েবসাইট ডেভেলপ করার ক্ষেত্রে বুটস্ট্রাপ হলো এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এর সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। দ্রুত এবং সহজতর ওয়েব ডেভলপমেন্টের জন্…

AngluarJS এ ব্যবহৃত Expression এর সীমাবদ্ধতা লেখ।

প্রশ্নঃ  AngluarJS এ ব্যবহৃত Expression এর সীমাবদ্ধতা লেখ। উত্তরঃ   AngluarJS এ ব্যবহৃত Expression এর সীমাবদ্ধতাঃ AngularJS এর এক্সপ্রেশন এ condition, loops, exception অথবা regular expression যেমন- if-else, tarnary, for loop ইত্য…