প্রশ্নঃ সার্ভার সাইড স্ক্রিপ্টিং কি?
উত্তরঃ আসলে স্ক্রিপটিং হচ্ছে প্রোগ্রামের আরেকটা সমার্থক শব্দ। এটা কিছু ইন্সট্রাকশন এর সেট, যেটা রান করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু কাজ হয়। সার্ভার সাইড বলতে বোঝানো হচ্ছে এই স্ক্রিপ্ট এগুলোকে ইউজারের কম্পিউটার থেকে নিয়ন্ত্রণ এর বদলে সার্ভার থেকে হ্যান্ডেল করা। যখন কেউ পিএইচপি ওয়েব পেজ ভিজিট করবে তখন ওয়েবসার্ভার পিএইচপি কোড গুলোকে কিছু প্রসেস করবে। যেমন- যেটা দেখানো দরকার সেটা দেখাবে আর যেটাকে লুকানো দরকার তা লুকাবে এবং শেষে এইচটিএমএল এ রূপান্তর করে ইউজারের ওয়েব ব্রাউজারে পাঠাবে।
Leave a Comment