প্রশ্ন -১
পেরিফেরালস (Peripherals) কাকে বলে?
অথবা, পেরিফেরাল বলতে কী বুঝায়?
অথবা, কম্পিউটার পেরিফেরালস্ বলতে কী বুঝায়?
অথবা, Computer peripherals বলতে কী বুঝায়?
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল - বাকাশিবো -২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩ (পরি), ২০১৪ (পরি), ২০১৫ (পরি), ২০১৬ (পরি), ২০১৭ (পরি) ]
উত্তরঃ কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিপিইউ’এর সাথে ফিজিক্যালি বা লজিক্যালি সংযুক্ত যাবতীয় ইনপুট-আউটপুট ও স্টোরেজ ডিভইসকে কম্পিউটার পেরিফেরালস বলে।
প্রশ্ন - ২
কয়েকটি পেরিফেরালস-এর উদারহণ দাও।
অথবা, চারটি পেরিফেরালস এর নাম লেখ।
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল - বাকাশিবো -২০০৩, ২০০৯, ২০১১, ২০১৭ ]
উত্তরঃ কয়েকটি পেরিফেরালস এর নাম হচ্ছে- কীবোর্ড, মাউস, স্ক্যানার, লাইটপেন, জয়স্টিক, প্রিন্টার, পাঞ্চ কার্ড ইত্যাদি।
প্রশ্ন - ৩
ইন্টারফেসিং কাকে বলে?
অথবা, ইন্টারফেসিং বলতে কী বুঝায়?
অথবা, ইন্টারফেস কী?
অথবা, ইন্টারফেসিং কী?
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল - বাকাশিবো -২০০৩, ০৪, ০৫, ০৮, ১১, ১৪, ১৭, ১৮ ]
উত্তরঃ ইন্টারফেসিং হচ্ছে মাইক্রোপ্রসেসর ও পেরিফেরাল ডিভাইস কিংবা পেরিফেরাল ডিভাইস সমূহের মধ্যে প্রতিষ্ঠিত এক ধরনের Physical Connection বা Logical Connection, যার মাধ্যমে মাইক্রোপ্রসেসর ও পেরিফেরাল ডিভাইস সমূহের মধ্যে কিংবা মানুষ ও কম্পিউটারের মধ্যে অথবা কম্পিউটার ও Outer World এর মধ্যে Signal বা ডাটা আদান-প্রদান করা সম্ভব।
প্রশ্ন - ৪
কন্ট্রোল ইন্টারফেসিং বলতে কী বুঝায়?
উত্তরঃ কন্ট্রোল ইন্টারফেসিং হলো এমন একটি Interfacing পদ্ধতি, যাতে কোন ইউনিট দ্বারা কার্য সম্পাদন করার জন্য একে পূর্বেই প্রোগ্রাম করে নিতে হয়। একে প্রোগ্রামেবল ইন্টারফেসিং (Programmable Interfacing) ও বলে।
প্রশ্ন - ৫
ডিজিটাল ইন্টারফেসিং-এর কয়টি অংশ ও কী কী?
[বাকাশিবো- ২০১০]
উত্তরঃ ডিজিটাল ইন্টারফেসিং এর ৩ টি অংশঃ
- সি.পি.ইউ (CPU)
- ইন্টারফেস ইউনিট (IU)
- ইনপুট-আউটপুট ডিভাইস (I/0 Device)
প্রশ্ন - ৬
ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা লেখ।
অথবা, ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা কী?
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল - বাকাশিবো -২০১০, ২০১৩, ২০১৫. ২০২০ ]
উত্তরঃ মাইক্রোপ্রসেসর ও পেরিফেরালস ডিভইস সমূহের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে তথ্য আদান প্রদান সহজতর করার প্রয়োজনেই ইন্টারফেসিং করা হয়।
প্রশ্ন - ৭
ইন্টারাপ্ট বলতে কী বুঝ?
অথবা, ইন্টারাপ্ট বলতে কী বুঝায়?
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল - বাকাশিবো -২০১৩, ২০১৫, ২০১৬ ]
উত্তরঃ জোর (Force) করে বা অগ্রগণ্যতার ওপর ভিত্তি করে একটি এক্সটার্নাল ডিভইসের মাধ্যমে মাইক্রা কম্পিউটার সিস্টেমের বর্তমান প্রোগ্রামের নির্বাহকে সাময়িকভাবে বন্ধ রেখে অন্য কোনো প্রোগ্রাম নির্বাহ (Execute) করাকে ইন্টারাপ্ট বলে।
প্রশ্ন - ৮
কয়েকটি পেরিফেরাল ইন্টারফেস চিপের নাম লেখ।
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল - বাকাশিবো -২০১১ ]
উত্তরঃ নিচে কয়েকটি পেরিফেরাল ইন্টারফেস চিপের নাম দেওয়া হলো-
- ৮২৫৩ প্রোগ্রামেবল ইন্টারভ্যাল টাইমার।
- ৮২৫৫ প্রোগ্রামেবল পেরিফেরালস ইন্টারফেস।
- ৮২৫৭ প্রোগ্রামেবল ডি এম এ কন্ট্রোলার।
- ৮২৫৯ প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার।
প্রশ্ন - ৯
পূর্ণনাম লেখ ঃ DCE, DTE, PPI, PIC, DMA, PISO, SIPO, MODEM.
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল - বাকাশিবো -২০১১, 2012 (পরি) ]
উত্তরঃ নিচে DCE, DTE, PPI, PIC, DMA, PISO, SIPO, MODEM এর পূর্ণনাম গুলো দেওয়া হলো-
- DCE এর পূর্ণনাম হচ্ছে- Data Communication Equipment.
- DTE এর পূর্ণনাম হচ্ছে- Data Terminal Equipment.
- PPI এর পূর্ণনাম হচ্ছে- Programmable Peripheral Interface.
- PIC এর পূর্ণনাম হচ্ছে- Programmable Interrupt Controller.
- DMA এর পূর্ণনাম হচ্ছে- Direct Memory Access.
- PISO এর পূর্ণনাম হচ্ছে- Parallel Input-Serial Output.
- SIPO এর পূর্ণনাম হচ্ছে- Serial Input-Parallel Output.
- MODEM এর পূর্ণনাম হচ্ছে- Modulator Demodulator.
পেরিফেরাল ইন্টারফেসিং এর কাজ কী?
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল - বাকাশিবো -২০০৩ ]
উত্তরঃ মাইক্রোপ্রসেসর ও অন্য কোনো পেরিফেরাল ডিভইস কিংবা যেকোনো দুটি পেরিফেরাল ডিভাইস অথবা দুটি মাইক্রোপ্রসেসরের মধ্যে ডাটা আদান-প্রদান করাই পেরিফেরাল ইন্টারফেসিং এর কাজ।
প্রশ্ন - ১১
কয়েকটি ডিজিটাল ইন্টারফেসিং ডিভাইসের নাম লেখ।
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল- বাকশিবো- ০৫, ১০, ১৮, ২০ ]
উত্তরঃ ডিজিটাল ইন্টারফেসিং ডিভাইস হলো - কীবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, প্লটার ইত্যাদি।
প্রশ্ন - ১২
ডিজিটাল ইন্টারফেসিং কী?
অথবা, ডিজিটাল ইন্টারফেসিং কাকে বলে?
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল- বাকশিবো- ০৫, ১০, ১৮, ২০ ]
উত্তরঃ যখন মাইক্রোপ্রসেসরের সাথে ডিজিটাল ইনপুট ও আউটপুট ডিভইসের মধ্যে ইন্টারফেসিং করা হয় তখন ঐ ধরনের ইন্টারফেস পদ্ধতিকে বলা হয় ডিজিটাল ইন্টারফেসিং।
প্রশ্ন - ১৩
অ্যানালগ ইন্টারফেসিং বলতে কী বুঝায়?
উত্তরঃ যখন মাইক্রোপ্রসেসরের সাথে বিভিন্ন অ্যানালগ ডিভাইসের মধ্যে ইন্টারফেসিং করা হয়, তখন তাকে বলা হয় অ্যানালগ ইন্টারফেসিং।
প্রশ্ন - ১৪
ইন্টারফেসিং এর জন্য ব্যবহৃত বিভিন্ন এলিমেন্টের নাম লেখ।
অথবা, একটি আদর্শ ইন্টারফেসিং ইউনিটের বিভিন্ন অংশের নাম লেখ।
অথবা, ইন্টারফেসের এলিমেন্টগুলো কী কী?
অথবা, ইন্টারফেসিং এলিমেন্টগুলোর নাম লেখ।
অথবা, ইন্টারফেসের উপাদান গুলো লেখ।
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল- বাকশিবো- ২০০৩,২০০৪, ২০০৫, ২০১০, ২০১১, ২০১৪, ২০১৬ ]
উত্তরঃ ইন্টারফেসিং এর এলিমেন্টগুলো হলো- স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার, বাফার রেজিস্টার, কন্ট্রোল লজিক, শিফট রেজিস্টার ইত্যাদি।
প্রশ্ন - ১৫
হ্যান্ডশেকিং কাকে বলে?
অথবা, Hand shaking বলতে কী বুঝায়?
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল- বাকশিবো- ২০১২, ২০১৭ ]
উত্তরঃ মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরালস ডিভাইসের মধ্যে কন্ট্রোল সিগন্যাল বিনিময়ের মাধ্যমে তথ্য স্থানান্তর করাকে হ্যান্ডশেকিং (Hand-Shaking ) বলা হয়।
প্রশ্ন - ১৬
Control Register ও Status Register -এর কাজ লেখ।
অথবা, ইন্টারফেসের মাঝে কন্ট্রোল লজিকের কাজ কী?
অথবা, কন্ট্রোল রেজিস্টার ও স্ট্যাটাস রেজিস্টারের কাজ লেখ।
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল- বাকশিবো- ২০১১, ২০১৪, ২০১৫ ]
উত্তরঃ নিচে Control Register ও Status Register -এর কাজ উল্লেখ করা হল ঃ
কন্ট্রোল রেজিস্টার (Control Register) ঃ কন্ট্রোল রেজিস্টারের কাজ হলো বিভিন্ন কন্ট্রোল কন্ডিশন প্রকাশের জন্য সিপিইউ কর্তৃক তৈরী Bit ধারণ করা। যেমন- Activate the Peripheral Device.
স্ট্যাটাস রেজিস্টার (Status Register) ঃ স্ট্যাটাস রেজিস্টার সিপিইউকে পৃথক পৃথক কন্ডিশন নির্দেশ করে। যেমন- Read to Transmit Data Word.
প্রশ্ন - ১৭
DMA এর সুবিধা লেখ।
অথবা, DMA এর প্রধান সুবিধা কী?
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল- বাকশিবো- ২০১১, ২০১৪, ২০১৫ ]
উত্তরঃ DMA এর প্রধান সুবিধা হল- মাইক্রোপ্রসেসরের সম্পৃক্ততা ছাড়াই পেরিফেরাল ডিভাইস এবং মেমরির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তথ্য সরাসরি স্থানান্তর করা যায়।
প্রশ্ন - ১৮
মেমরি ইন্টারফেসিং কাকে বলে?
উত্তরঃ যে ইন্টারফেসিং প্রক্রিয়ায় মাইক্রোপ্রসেসর Memory Device হতে সহজে ও দ্রুত Data Read/Write ও Instruction Fetch করতে পারে, তাকে Memory Interfacing বলে।
প্রশ্ন - ১৯
DMA কাকে বলে?
অথবা, DMA এর অপারেশন এর প্রয়োজনীয়তা লেখ।
অথবা, DMA কেন ব্যবহার করা হয়?
অথবা, পেরিফেরাল ইন্টারফেসিং কাকে বলে?
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল- বাকশিবো- ২০১৭ ]
উত্তরঃ মাক্রোপ্রসেসর এর সম্পৃক্ততা ছাড়াই যে প্রক্রিয়ায় মেমরি এবং ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে তথ্য স্থানান্তর হয়, তাকে DMA বলে। এটা ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে অনেক ডাটা স্থানান্তর করা যায়।
প্রশ্ন - ২০
ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা লেখ।
[ যেসকল শিক্ষাবোর্ডে প্রশ্নটি এসেছিল- বাকশিবো- ০৫, ০৯, ১১, ১২, ১৩, ১৬, ১৭ ]
উত্তরঃ ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা : মূলত মাইক্রোপ্রসেসর এর প্রধান কাজ হল ইনপুট ডিভাইস (কিবোর্ড, মাউস, জয়স্টিক, লাইটপেন, ওএমআর (OMR), ওসিআর (OCR) এডি (AD) কনভার্টার হতে ডাটা ইনপুট নিয়ে মেমোরি হতে ইনস্ট্রাকশন বা নির্দেশ পড়া, প্রাপ্ত নির্দেশনার মাধ্যমে ইনপুট কৃত ডাটা নিয়ে প্রয়োজনীয় অপারেশন সম্পন্ন করা এবং ফলাফল আউটপুট ডিভাইস এ পাঠানো। কিন্তু উপরোক্ত কার্যাবলী (বিশেষত ইনপুট ডিভাইসের সাথে যোগাযোগ এবং আউটপুট ডিভাইসের ফলাফল রেজাল্ট পাঠানো) মাইক্রোপ্রসেসর নিজে নিজে করতে পারেনা । সেজন্য মাইক্রোপ্রসেসর ও অন্যান্য ডিভাইস সমূহের মধ্যে ফিজিক্যাল কানেকশন বা লজিক্যাল কানেকশন অর্থাৎ ইন্টারফেসিং এর প্রয়োজন পড়ে। তাছাড়া মানুষ ও কম্পিউটার কিংবা কম্পিউটার ও আউটার ওয়ার্ল্ড এর মধ্যে কমিউনিকেশন স্টাবলিশ করার ক্ষেত্রেও ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা অপরিসীম।
Leave a Comment