ডাটা কমিউনিকেশন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মডুলেশন ইনডেক্স বলতে কি বুঝায়? Modulation Index বলতে কী বুঝায়?

প্রশ্নঃ  মডুলেশন ইনডেক্স বলতে কি বুঝায়? অথবা, Modulation Index বলতে কী বুঝায়? উত্তরঃ   ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন এবং মডুলেশন ফ্রিকুয়েন্সির অনুপাতকে মডুলেশন ইন্ডেক্স বলা হয়। একে mf দ্বারা সূচিত করা হয়। কাজেই মুলেশন সূচক বা মডুলে…

মডুলেশন এর ব্যবহার লেখ।

প্রশ্নঃ  মডুলেশন এর ব্যবহার লেখ। উত্তরঃ   মডুলেশন এর ব্যাপক ব্যবহার নিম্নে দেওয়া হলঃ সিগন্যাল এর অপারেটিং রেঞ্জ বৃদ্ধি করার জন্য। অ্যান্টেনার দৈর্ঘ্যকে স্বাভাবিক মনে রাখার জন্য। ব্যান্ডউইথ এডজাস্টমেন্ট করার জন্য। রেডিও কমিউনিকেশ…

মডুলেশন ও ডিমডুলেশন কেন প্রয়োজন হয়?

প্রশ্নঃ  মডুলেশন ও ডিমডুলেশন কেন প্রয়োজন হয়? উত্তরঃ  অডিও সিগন্যাল ও ভিডিও সিগন্যালকে একত্রে মিল করতে মডুলেশন এর প্রয়োজন এবং মডুলেটেড ওয়েভকে প্রক্রিয়া করে সিগনাল ওয়েভ উদ্ধার করতে ডিমডুলেশন প্রয়োজন হয়।

মডুলেশন এর কাজ কি? Modulation -এর কাজ কি?

প্রশ্নঃ মডুলেশন এর কাজ কি? অথবা,  Modulation -এর কাজ কি? উত্তরঃ  মডুলেশন এর কাজ হল সিগন্যাল অপারেটিং এর রেঞ্জ বৃদ্ধি করা ও ইন্টারফেস দূর করা। সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখুন খুব সহজে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্স এর মাধ্যমে Bongo …

মডুলেশনের রেট বলতে কি বুঝায়?

প্রশ্নঃ মডুলেশনের রেট বলতে কি বুঝায়? উত্তরঃ যে ইউনিট এর সাহায্যে প্রতি সেকেন্ডে সংকেতের উপাদান কে প্রকাশ করা হয় তাকে মডুলেশন রেট বলে।

ব্লুটুথ প্রটোকল কি? What is Bluetooth Protocol?

প্রশ্নঃ ব্লুটুথ প্রটোকল কি? উত্তরঃ ওয়্যারলেস ডাটা বিনিময়ে বিভিন্ন প্রকার ব্লুটুথ ব্যবহার করা হয়। ব্লুটুথ প্রটোকল স্ট্যাকের দুটি অংশে রয়েছে। যথা- ১. কন্ট্রোলার স্ট্যাক ২. হোস্ট স্ট্যাক

Time Domain Concept কী? টাইম ডোমেইন কী?

প্রশ্নঃ Time Domain Concept কী? উত্তরঃ  Time Domain Concept:   Time-domain একটি গাণিতিক ফাংশন যা সময়ের সঙ্গে সঙ্গে একটি সংকেত কিভাবে পরিবর্তন হয় তা দেখায়।

Pulse Amplitude Modulation কী?

Pulse Amplitude Modulation কী? উত্তরঃ পালস এমপ্লিচিউড মডুলেশন হলো সিগনাল মডুলেশন এর ফরম যেখানে তথ্য ইনকোডেড হয়ে সিগন্যাল পালস এর সিরিজ তৈরি করে।

Flow control এবং Error control বলতে কী বুঝায়?

Flow control এবং Error control বলতে কী বুঝায়? Flow control: ডাটা আদান-প্রদানের গতির সামঞ্জস্যতা করানোর জন্য যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে Flow control বলে। Error control: এরর ডিটেকশন ও এরর কারেকশন এর মাধ্যমে এরোর কন্ট্রোল কাজ করে।

ASK এর মূলনীতি লেখ।

ASK এর মূলনীতি লেখ। উত্তরঃ Amlitude shift keying- কে Amplitude Modulation (AM) ও বলে। এ পদ্ধতিতে ডিজিটাল ডাটা এর বাইনারি Value (1, 0( কে ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্প্লিটিউড দ্বারা বুঝানো হয়। কিন্ত এর ফেজ ও ফ্রিকুয়েন্সি একই থাকে।

মডেম কি?

মডেম কি? উত্তরঃ মডেম এর পূর্ণ নাম হল মডুলেশন ও ডিমডুলেশন।মডুলেশন হল ডিজিটাল এনালগ সিগনালে রূপান্তর প্রক্রিয়া। ডি মডুলেশন হলো মডুলেটেড কৃত এনালগ সিগন্যাল কে ডিজিটাল ডাটা তে রূপান্তর প্রক্রিয়া।

ফ্রিকুয়েন্সি মডুলেশন এর এপ্লিকেশন বা প্রয়োগ ক্ষেত্র গুলো কি কি?

ফ্রিকুয়েন্সি মডুলেশন এর এপ্লিকেশন গুলো কি কি? অথবা ফ্রিকুয়েন্সি মডুলেশন এর প্রয়োগ ক্ষেত্র গুলো লেখ। অথবা ফ্রিকুয়েন্সি মডুলেশন এর প্রয়োগ ক্ষেত্র গুলি লেখ। উত্তরঃ ফ্রিকুয়েন্সি অ্যাপ্লিকেশন রয়েছে তা হলো- Application in broa…

এনালগ ও ডিজিটাল মডুলেশন এর মূল টেকনিকগুলো লেখ।

এনালগ ও ডিজিটাল মডুলেশন এর মূল টেকনিকগুলো লেখ। উত্তরঃ এনালগ ও ডিজিটাল মডুলেশন এর মূল টেকনিকগুলো- পালস কোড মডুলেশন (Pulse Code Modulation) পালস এমপ্লিচিউড মডুলেশন (Pulse Amplitude Modulation) ডেলটা মডুলেশন (Delta Modulation)

টেলিফোন নেটওয়ার্কের ভয়েস ফ্রিকোয়েন্সি কত?

টেলিফোন নেটওয়ার্কের ভয়েস ফ্রিকোয়েন্সি কত? উত্তরঃ টেলিফোন নেটওয়ার্কের ভয়েস ফ্রিকুয়েন্সি 300-3400Hz.

এমপ্লিচিউড মডুলেশন কাকে বলে?

এমপ্লিচিউড মডুলেশন কাকে বলে? উত্তরঃ ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড সিগন্যালের অ্যামপ্লিচিউড এর সাথে পরিবর্তিত হলে একে এমপ্লিচিউড মডুলেশন বলে। সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখুন খুব সহজে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্স এর মাধ্যমে Bon…

মডুলেশন কি? মডুলেশন বলতে কি বুঝায়?

মডুলেশন কি? মডুলেশন বলতে কি বুঝায়? উত্তরঃ ক্যারিয়ার ওয়েভের সাথে সিগন্যাল ওয়েভের মিশ্রিত করাকে মডুলেশন বলে ।

সিনক্রোনাস এবং এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এর মধ্যে পার্থক্য লেখ।

প্রশ্নঃ সিনক্রোনাস এবং এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এর মধ্যে পার্থক্য লেখ। উত্তরঃ নিম্নে সিনক্রোনাস ও এসিনক্রোনাস এর ডেটা ট্রান্সমিশন পার্থক্য দেওয়া হলঃ অ্যাসিনক্রোনাস প্রতিটি ক্যারেক্টার প্রেরণের জন্য যে সময় ব্যয় হয় তা নির…