প্রশ্নঃ বুটস্ট্রাপ কে ডেভেলপ করেন?

উত্তরঃ বুটস্ট্রাপ মার্ক অট্টো ও জ্যাকব থর্টন দ্বারা টুইটারে ডেভেলপ হয় এবং ২০১১ সালে গিটহাবে ওপেন সোর্স প্রোডাক্ট হিসেবে মুক্তি পায়। ২০১৪ সালের জুন মাসে বুটস্ট্রাপ গিটহাবে ১ নম্বর প্রোজেক্ট হিসেবে বিবেচিত হয়।

Leave a Comment