প্রশ্ন - ১ঃ হিসাবরক্ষণ কাকে বলে? অথবা, বুক কিপিং কী?
উত্তরঃ যে কলাকৌশল ও নিয়ম-নীতির সাহায্যে কারবারি লেনদেনসমূহ হিসাবের খাতা বা বহিতে সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার সাথে লিপিবদ্ধ করা হয় এবং যার সাহায্যে নির্দিষ্ট সময় পরে লেনদেনের প্রকৃতি ও ফলাফল এবং ব্যবসায়ের সঠিক আর্থিক অবস্থা সহজ ও সঠিক ভাবে নিরূপণ করা যায় তাকে হিসাববিজ্ঞান বা বুক কিপিং বলে।
প্রশ্ন - ২ঃ হিসাববিজ্ঞান কি বা কাকে বলে?
উত্তরঃ যে শাস্ত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি হিসাবের বহিতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার কৌশল শিক্ষা দেয় এবং যা থেকে নির্দিষ্ট সময় শেষে আর্থিক অবস্থার ফলাফল নিরূপণ করা যায় তাকে হিসাববিজ্ঞান বলে।
প্রশ্ন - ৩ঃ হিসাববিজ্ঞানের জনক কে?
উত্তরঃ লুকা ডি প্যাসিওলিকে হিসাববিজ্ঞানের জনক বলা হয়। তিনিই প্রথম দু’তরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন।
প্রশ্ন - ৪ঃ হিসাবরক্ষণের উদ্দেশ্যসমূহ কী কী?
উত্তরঃ হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
- হিসাবরক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি নিয়ন্ত্রন করা সম্ভব ।
- হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হল লেনদেনসমূহ লিপিবদ্ধকরন ।
- হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হল আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ ।
- ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব ।
- ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনে আর্থিক তথ্যাবলি ব্যবহার হয়ে থাকে ।
- স্কুল , কলেজ , হাসপাতাল ইত্যাদি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান ।
- সুন্দর , মনোরম ও মিতব্যয়ী জীবনের জন্য প্রয়োজন হিসাবরক্ষণ ।
- কর , শুল্ক , ভ্যাট , কাস্টমস ডিউটি ইত্যাদি সরকারের আয়ের উৎস ।
- হিসাবরক্ষণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব ।
উত্তরঃ হিসাবরক্ষণের সুবিধাঃ
- হিসাবরক্ষণের মাধ্যমে ব্যবসায়ের লাভ-লোকসান নির্ণয় করা যায়।
- এটি ব্যবসায়ে ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করে।
- এ থেকে ব্যবসায়ের চলতি সম্পত্তি ও দায়ের পরিমাণ জানা যায়।
- হিসাবের বই গুলো প্রামাণ্য দলিল হিসাবে ব্যবহৃত হয়।
- এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়।
- হিসাবরক্ষণ জালিয়াতি প্রতিরোধ করতে সহায়তা করে।
Leave a Comment