প্রশ্নঃ বুটস্ট্রাপ জামবোট্রন কী?
উত্তরঃ জামবোট্রন বলতে একটি বড় বক্স কে বুঝায় যা কোনো গুরুত্বপূর্ণ কনটেন্ট বা তথ্যকে বিশেষভাবে আকর্ষণীয় করে প্রদর্শন করে। জামবোট্রন হচ্ছে ধূসর রঙ্গের একটি বক্স, যার কোণাগুলো বাউন্ড হয় এবং এর ভিতরের টেক্সটের আকার সাধারন টেক্সটের চেয়ে বড় হয়। জামবোট্রন তৈরি করার জন্য <div> এলিমেন্ট এর সাথে .jumbotron ক্লাস ব্যবহার করা হয়।
Leave a Comment