প্রশ্নঃ বুটস্ট্রাপ বলতে কি বুঝায়?
উত্তরঃ রেস্পন্সিভ এবং মোবাইল ফার্স্ট ওয়েবসাইট ডেভেলপ করার ক্ষেত্রে বুটস্ট্রাপ হলো এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এর সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। দ্রুত এবং সহজতর ওয়েব ডেভলপমেন্টের জন্য বুটস্ট্রাপ হলো একটি ফ্রি ফ্রন্ট-এন্ড ফ্রেমওয়ার্ক। বুটস্ট্রাপ হলো টাইপোগ্রাফি, ফরম, বাটন, টেবিল, নেভিগেশন, মোডাল, ইমেজ ক্যারোসেল এবং জাভাস্ক্রিপ্ট প্লাগ-ইন সমৃদ্ধ html এবং css ভিত্তিক টেমপ্লেট ডিজাইন। খুব সহজে রেসপন্সিভ ডিজাইন তৈরি কারার জন্য বুটস্ট্রাপ ব্যবহার করা হয়।
Leave a Comment