প্রশ্নঃ দ্বিমাত্রিক অ্যারে ( Two Dimensional Array) কাকে বলে?
অথবা, দ্বিমাত্রিক অ্যারে বলতে কী বুঝ?
উত্তরঃ যে অ্যারেতে দুটি Subscript ব্যবহার করে ডাটা উপাদান সংরক্ষণ করা হয়, তাকে দ্বিমাত্রিক অ্যারে বলে। একটি দ্বিমাত্রিক (m x n) অ্যারে A বলতে বুঝায় এটি m, n সংখ্যক ডাটা উপাদান সমৃদ্ধ অ্যারে, যার প্রতিটি উপাদান একজোড়া Integer সংখ্যা (যেমন- J.K) দ্বারা চিহ্নিত হয়। দ্বিমাত্রিক অ্যারেকে গণিতে Matrix বলে এবং অন্যান্ন ক্ষেত্রে Table বলে।
অথবা, দ্বিমাত্রিক অ্যারে বলতে কী বুঝ?
উত্তরঃ যে অ্যারেতে দুটি Subscript ব্যবহার করে ডাটা উপাদান সংরক্ষণ করা হয়, তাকে দ্বিমাত্রিক অ্যারে বলে। একটি দ্বিমাত্রিক (m x n) অ্যারে A বলতে বুঝায় এটি m, n সংখ্যক ডাটা উপাদান সমৃদ্ধ অ্যারে, যার প্রতিটি উপাদান একজোড়া Integer সংখ্যা (যেমন- J.K) দ্বারা চিহ্নিত হয়। দ্বিমাত্রিক অ্যারেকে গণিতে Matrix বলে এবং অন্যান্ন ক্ষেত্রে Table বলে।
Leave a Comment