প্রশ্নঃ দ্বিমাত্রিক অ্যারে ( Two Dimensional Array) কাকে বলে? অথবা, দ্বিমাত্রিক অ্যারে বলতে কী বুঝ?


প্রশ্নঃ দ্বিমাত্রিক অ্যারে ( Two Dimensional Array) কাকে বলে?
অথবা, দ্বিমাত্রিক অ্যারে বলতে কী বুঝ?


উত্তরঃ যে অ্যারেতে দুটি Subscript ব্যবহার করে ডাটা উপাদান সংরক্ষণ করা হয়, তাকে দ্বিমাত্রিক অ্যারে বলে। একটি দ্বিমাত্রিক (m x n) অ্যারে A বলতে বুঝায় এটি m, n সংখ্যক ডাটা উপাদান সমৃদ্ধ অ্যারে, যার প্রতিটি উপাদান একজোড়া Integer সংখ্যা (যেমন- J.K) দ্বারা চিহ্নিত হয়। দ্বিমাত্রিক অ্যারেকে গণিতে Matrix বলে এবং অন্যান্ন ক্ষেত্রে Table বলে।

Leave a Comment