প্রশ্নঃ প্রিন্টার কি?

উত্তরঃ  Print শব্দের অর্থ ছাপানো বা মুদ্রণ করা। সুতরাং প্রিন্টার (Printer) হচ্ছে এমন একটি আউটপুট ডিভাইস, যার সাহায্যে কম্পিউটার মনিটরে যেসকল টেক্সট ও গ্রাফিক্স প্রদর্শিত হয় তাদের তাৎক্ষণিকভাবে কাগজে প্রিন্ট, মুদ্রণ বা ছাপা যায়।


Leave a Comment