উত্তরঃ কোনো Linear List এর মধ্যে যে Item বা Data টি সর্বশেষ সংযোজন করা হয়েছে, বিয়োজনের ক্ষেত্রে সেই Item বা Data টি সবার আগে বিয়োজন করতে হবে। মাঝখানে থেকে বা নিচ থেকে কোনো Item/Data কে সংযোজন বা বিয়োজন করা মোটেই সম্ভব নয়। এজন্য একে Last In First Out (LIFO) পদ্ধতির Data Sructure বলে।
Leave a Comment