প্রশ্নঃ লিনিয়ার অ্যারে ট্রাভার্সিং কাকে বলে?
অথবা, Linear Array Traversing কী?


উত্তরঃ Traversing বলতে কোন অ্যারের এর প্রতিটি উপাদান Accessing (Reading and Writing) এবং Processing এর সামষ্টিক প্রক্রিয়াকে বুঝায়।

ধরি, 
কম্পিউটারের মেমোরিতে সংরক্ষিত কিছু ডাটার সেটা হল A নামক অ্যারে। A অ্যারেতে একই টাইপের একাধিক ডাটা সংরক্ষণ করা হয় এবং অ্যারেতে প্রতিটি ডাটা উপাদানকে একবার প্রেসেস করার প্রক্রিয়াকে লিনিয়ার অ্যারে ট্রাভার্সিং বলে।

Leave a Comment