স্টাটিক মেমোরি অ্যালোকেশন এবং ডায়নামিক মেমোরি অ্যালোকেশন কী?
উত্তরঃ কোন প্রোগ্রামের মধ্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের ভেরিয়েবল স্ট্রাকচার এবং ক্লাসসমূহ সংরক্ষণ করার জন্য মেমোরিকে বিভিন্ন ব্লকে ভাগ করাই হচ্ছে মেমোরি অ্যালোকেশন।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে মেমোরি অ্যালোকেশন কে দুই ভাগে ভাগ করা যায়।
যথা-
- কম্পাইল টাইম বা স্টাটিক মেমোরি অ্যালোকেশন
- রানটাইম বা ডায়নামিক মেমোরি অ্যালোকেশন
Leave a Comment