প্রশ্নঃ মোবাইল দিয়ে SSC/Dakhil/Vocational বোর্ড পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবো?

উত্তরঃ মোবাইল দিয়ে এসএমএস (SMS) এর মাধ্যমে অথবা শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে SSC/Dakhil/Vocational বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।

SSC/Dakhil/Vocational বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার জন্য নিচের স্টেপ গুলো অনুসরণ করুনঃ

আপনার যদি স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগ না থাকে তবে চিন্তা করবেন না। এসএসসি ফলাফল এসএমএস এর মাধ্যমে চেক করার একটি সহজ উপায় আছে। আপনার মেসেজ অপশনে যান এবং আপনার SSC ফলাফল ফর্ম্যাট SMS টাইপ করুন এবং এটি একটি নির্দিষ্ট নম্বর পাঠান। কিছু সময় পরে আপনি আপনার গৌরবজনক ফলাফল সহ একটি ফিরতি এসএমএস পাবেন।

সুতরাং নিচের স্টেপ গুলো অনুসরণ করুনঃ

প্রথমে, আপনার ফোনের মেসেজ অপশনে যান। এবং টাইপ করুন-

“SSC/DAKHIL<space> first three letters of the board’s name <space> Roll number<space>2021” and send this sms to 16222.

Example: SSC DHA 178014 2021 লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে।

ফিরতি SMS এর মাধ্যমে আপনাকে আপনার কাঙ্খিত রেজাল্ট পাঠানো হবে।

এছাড়াও শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও SSC / DAKHIL/ VOCATIONAL রেজাল্ট দেখতে পারবেন। 

এজন্য আপনাকে নিচের লিংকে ক্লিক করতে হবে।



এখানে ক্লিক করলে নিচের মত আসবে।



এরপর, 
Examination অপশনে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করে দিন।
Year অপশনে পরীক্ষার রেজাল্ট এর সাল/বছর দিন।
Board অপশনে পরীক্ষার বোর্ড সিলেক্ট করুন।
Roll অপশনে আপনার রোল দিন।
Reg. No অপশনে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিন।
7 + 9 এরকম যেকোনো সংখ্যা থাকলে তা যোগ করে যোগফল লিখুন।
সবার শেষে Submit এ ক্লিক করুন।

Submit এ ক্লিক করার পর নিচের মত আসবে।

মোবাইল দিয়ে SSC/Dakhil/Vocational বোর্ড পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবো?



ব্যাস, আপনার কাজ শেষ। পেয়ে গেলেন আপনার কাঙ্খিত পরীক্ষার রেজাল্ট। ধন্যবাদ।

Leave a Comment