কারবার কাকে বলে? কারবার বলতে কী বুঝায়? কারবারের সজ্ঞা দাও।


প্রশ্নঃ কারবার কাকে বলে? 

অথবা, কারবার বলতে কী বুঝায়? 

অথবা, কারবারের সজ্ঞা দাও।

উত্তরঃ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যসামগ্রী ও সেবাকর্মের ক্রয়-বিক্রয়, উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় ঝুঁকিপূর্ণ কার্যকলাপ ও প্রচেষ্টাকে কারবার বলে।

কারবারের ইংরেজি শব্দ “Business", যার পুঁথিগত অর্থ হলো “কোনো কাজে ব্যস্ত থাকা ।” এ অর্থে কারবার বলতে মানুষের কোনো কাজে ব্যস্ত থাকার ব্যবস্থাকে বুঝায়। কিন্তু কারবারের এ অর্থের মানে এই নয় যে, সব কাজে ব্যস্ত থাকলেই  তাকে কারবার  বলা যাবে। কারণ কেউ হয়তো লেখাপড়া  নিয়ে কেউবা গানবাজনা নিয়ে অথবা কেউ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে পারে। কিন্ত এসব কাজে ব্যস্ত থাকাকে কারবার বলা যায় না। কারবার হলো সেই কাজ, যার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। মুনাফা অর্জনের লক্ষ্যে কারবারিকে ঝুঁকিও বহন করতে হয়। সুতরাং কারবার বলতে এমন কাজকে বুঝায়, যার মধ্যে ঝুঁকি ও মুনাফা দুই-ই আছে।

প্রকৃতপক্ষে, কারবার অর্থ আরো ব্যাপক। ব্যাপক অর্থে কারবার হচ্ছে জীবিকা অর্জনের নিমিত্তে পন্যদ্রব্য আহরন থেকে শুরু করে তা ভোগ পর্যন্ত যাবতীয় কর্মপ্রচষ্টা বা কার্যাবলি।

বিভিন্ন মনীষী ও গ্রন্থকার কারবারের বিভিন্ন প্রকার সংজ্ঞা দিয়েছেন। তন্মধ্যে কয়েকটি গ্রহণযোগ্য সংজ্ঞা নিচে দেওয়া হলো-

এল. এইচ. হ্যানি’র মতে কারবারের সংজ্ঞা-

”Business may be defined as human  activities directed towards providing or acquiring wealth through buying and selling goods." অর্থাৎ “পন্যসামগ্রী ক্রয় বা বিক্রয় এর মাধ্যমে সম্পদ উৎপাদন অথবা সংগ্রহের জন্য মানুষের কার্যকলাপকে কারবার বলে।

বি.বি.ঘোষ এর মতে কারবারের সংজ্ঞা-

”Business denotes human activities which produce or acquire wealth through buying or selling goods." অর্থাৎ “পন্যসামগ্রী উৎপাদন অথবা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পদ অর্জনের লক্ষ্যে নিয়োজিত মানুষের যবতীয়  কার্যাবলিই হচ্ছে কারবার।

কম্পিউটার কি?

ডিজিটাল ও অ্যানালগ ইন্টারফেসিং এর মধ্যে পার্থক্য কি কি?



সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখুন খুব সহজে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্স এর মাধ্যমে

Bongo Result - All Exam Results (All Education Board Results) - অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপটির মাধ্যমে বাংলাদেশের সকল বোর্ড পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

✅ Download Link:

https://play.google.com/store/apps/details?id=com.bongoshare.bongoresult


অথবা প্লে-স্টোরে সার্চ করুনঃ bongoresult


নিচের লোগো দেখে ডাউনলোড করুন

 
Bongo Result - All Exam Results

 







Bongo Result- All Exam Results মোবাইল অ্যাপটির মাধ্যমে যেসকল পরীক্ষার ফলাফল জানা যাবে তা নিচে দেওয়া হলোঃ

1. PSC Exam Results;
2. EBT Exam Results;
3. JSC Exam Result s;
4. JDC Exam Results;
5. SSC Results;
6. Dakhil Results;
7. SSC (Vocational) Results;
8. HSC Results;
9. Alim Results;
10. HSC (Vocational) Results;
11. HSC (BM) Results;
12. Diploma in Commerce Results;
13. Diploma in Business Studies Results;
14. BTEB (Polytechnic) Results;
15. BTEB (Polytechnic) Admission Results;
16. NU Honours Results;
17. NU Degree Results;
18. NU Honours Admission Test Results;
19. NU Degree Admission Test Results;
20. Private Degree (Pass) Admission Results;
21. Masters (Regular) Admission Results;
22. Masters (Professional) Admission Results;
23. Masters Preli (Regular) Admission Results;
24. Masters Preli (Private) Admission Results;
25. Masters (Private) Admission Results;
26. Masters Final Results;

Bongo Result - All Exam Results (All Education Board Results) অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপটি আপনার কোনো উপকারে আসলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং 5 Star রেটিং দিতে ভুলবেন না। 

1 thoughts on "কারবার কাকে বলে? কারবার বলতে কী বুঝায়? কারবারের সজ্ঞা দাও।"