প্রশ্নঃ ইলেকট্রনিক কমিউনিকেশন এর সংজ্ঞা দাও।
অথবা, ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে কি বুঝায়?
অথবা, ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে কি বুঝায়?
অথবা, ইলেকট্রনিক কমিউনিকেশন কি?
উত্তরঃ সংক্ষেপে বলতে পারি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কমিউনিকেশন বা যোগাযোগ সৃষ্টি হয় বা গড়ে ওঠে তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলে।
প্রশ্নঃ ইলেকট্রনিক মিডিয়া গুলো কি কি?
উত্তরঃ ইলেকট্রনিক মিডিয়া গুলো হচ্ছে-
- রেডিও
- টেলিভিশন
- ফাইবার অপটিক
- ফিল্ম
- ফ্যাক্স মেশিন
- স্যাটেলাইট
- টেলিফোন
- টেলিগ্রাফ ইত্যাদি
প্রশ্নঃ টেলিকমিউনিকেশন এর সংজ্ঞা দাও।
উত্তরঃ বৈদ্যুতিক সংকেত বা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে দূরবর্তী স্থানে যোগাযোগ করাই হচ্ছে টেলিযোগাযোগ। যেমন টেলিফোনে দু'ব্যক্তির কথোপকথন। এছাড়া আছে ফ্যাক্স মডেম ইত্যাদি।
প্রশ্নঃ ডাটা কমিউনিকেশন এর সংজ্ঞা দাও।
উত্তরঃ Wire কিংবা Wireless মিডিয়ার মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে ডাটা এক্সচেঞ্জ এর পদ্ধতিকে ডাটা কমিউনিকেশন বলে।
প্রশ্নঃ ডাটা কমিউনিকেশন এর মৌলিক বৈশিষ্ট্য গুলো কি কি?
অথবা, ডাটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক বৈশিষ্ট্য গুলি লেখ।
উত্তরঃ ডাটা কমিউনিকেশন সিস্টেম এর কার্যকারিতা নির্ভর করে চারটি মৌলিক বৈশিষ্ট্যের উপর- যেমন-
- Delivery (বিতরণ)
- Accurancy (যথাযথ বা নির্ভুলতা)
- Timeliness (যথাকালীনতা)
- Jitter (ব্যবধান)
প্রশ্নঃ ডাটা কমিউনিকেশন এর মৌলিক উপাদান গুলো কি কি?
অথবা, কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান গুলো কি কি?
অথবা, কমিউনিকেশন সিস্টেম এর বেসিক এলিমেন্ট গুলো লেখ।
অথবা, কমিউনিকেশন সিস্টেম এর মৌলিক উপাদান গুলোর নাম লেখ।
উত্তরঃ ডাটা কমিউনিকেশন সিস্টেমের 6 টি মৌলিক উপাদান রয়েছে। যেমন-
- Message (বার্তা)
- Sender/Source (প্রেরক)
- Transmission Media (মাধ্যম)
- Receiver (গ্রাহক)
- Protocol (নিয়ম নীতি)
- Feedback (ফেরত সংকেত)
প্রশ্নঃ প্রটোকল (Protocol) কি?
উত্তরঃ ডাটা কমিউনিকেশন এর ক্ষেত্রে প্রটোকল হলো কিছু নিয়ম নীতির সমষ্ঠি, যার সাহায্যে কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে ইনফরমেশনের Data Representation, Signaling, Authentication এবং Error detection করাকে বুঝায়।
অর্থাৎ, A protocol is a set of rules that govern data communication.
প্রশ্নঃ ফ্রিকুয়েন্সির সংজ্ঞা দাও
অথবা, ফ্রিকোয়েন্সি কি?
উত্তরঃ কোন ওয়েভের 1 সেকেন্ডে পিরিয়ডের সংখ্যাকে ঐ ওয়েভের ফ্রিকুয়েন্সি বলে।
অর্থাৎ, The frequency (f) of a wave refers to the number of periods (T) in one second.
প্রশ্নঃ Bandwidth কী?
অথবা, Bandwidth বলতে কী বুঝায়?
অথবা, ব্যান্ডউইডথ এর সজ্ঞা দাও।
উত্তরঃ একটি সিগন্যালের ফ্রিকুয়েন্সির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যকার পার্থক্য কে ব্যান্ডউডইথ বলে।
প্রশ্নঃ প্রপাগেশন টাইম কাকে বলে?
Propagation time- কাকে বলে?
উত্তরঃ Source থেকে একটি ডাটা যাত্রা শুরু করে Destination এ পৌছা পর্যন্ত যে সময় লাগে তা পরিমাপ করাকে প্রপাগেশন টাইম বা Propagation time বলে।
প্রশ্নঃ SNR কাকে বলে?
SNR কী?
SNR বলতে কী বুঝায়?
সিগনাল টু নয়েজ রেশিও কি?
উত্তরঃ SNR এর পূর্ণ অর্থ হলো- Singnal-to noise ratio. অর্থাৎ, সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ারের অনুপাতকে SNR বলে।
সুতরাং SNR = Average signal power (/) Average noise power.
প্রশ্নঃ SNR dB কী?
উত্তরঃ SNR এর পূর্ণ অর্থ হলো- Singnal-to noise ratio. অর্থাৎ, সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ারের অনুপাতকে SNR বলে।
সুতরাং SNR = Average signal power (/) Average noise power.
এটি আমরা Decibel ইউনিটেও প্রকাশ করতে পারি, তাখন তা হয় SNRdB.
সুতরাং SNRdB = 10 Log10 SNR
প্রশ্নঃ Data rate এর সজ্ঞা দাও
অথবা, Data rate বলতে কী বুঝায়?
উত্তরঃ সিগ্নাল এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফারের হারকে Data rate বলে।
প্রশ্নঃ অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন কি?
উত্তরঃ যে ডাটা কমিউনিকেশন সিস্টেমে ডাটা প্রেরক থেকে রিসিভারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন বলে।
প্রশ্নঃ সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝায়?
প্রশ্নঃ Communication Software এর কাজ কী?
উত্তরঃ Communication Software এর কাজ নিম্নরূপঃ
- যোগাযোগ মাধ্যমের সাথে যোগাযোগ নিয়ন্ত্রণ।
- উপাত্তের ভুল ত্রুটি নির্ণয় ও সংশোধন।
- অন্যান্য কম্পিউটারে ফাইল আদান প্রদান ।
প্রশ্নঃ ডাটা কমিউনিকেশন সফটওয়ারের মৌলিক উপাদান সমূহের কাজ উল্লেখ করো।
উত্তরঃ ডাটা কমিউনিকেশন সফটওয়ারের মৌলিক উপাদান সমূহের কাজ হলো উপাত্ত, যোগাযোগ, নিয়ন্ত্রণ ও পরিচালনা করা।
- প্রেরক - এর কাজ ডাটা টার্মিনাল থেকে ডাটা পাঠানো।
- মাধ্যম - এর মাধ্যমে ডাটা প্রেরক স্টেশন থেকে গ্রাহক স্টেশনে পৌছে।
- গ্রাহক - এর প্রেরকের ডাটা গ্রহণ করা।
- ফেরত সংকেত - এই অংশের মাধ্যমে প্রাপক কর্তৃক প্রেরকের নিকট প্রাপ্ত সংবাদ যাচাই করা হয়।
- Simplex ট্রান্সমিশন।
- Half-duplex ট্রান্সমিশন।
- Full-duplex ট্রান্সমিশন।
Leave a Comment